যশোরের কোতোয়ালী থানায় ইজিবাইক চুরির অভিযোগে এক চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মো: আবু সাঈদ (৩৭) নামে এক গাড়ির মালিক। তিনি যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে আবু সাঈদ জানান, অভিযুক্ত মো: কওছার (৫০) নিজ গ্রাম হামিদপুর পশ্চিমপাড়া মৃত নওশের বিশ্বাসের জামাই এবং পূর্ব পরিচিত একজন চালক। তিনি দীর্ঘদিন ধরে আবু সাঈদের ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৬ জুলাই সকাল ৯টার দিকে কওছার পাতা রঙের একটি ৫ ব্যাটারির ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। গাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে কওছার ফোন করে জানায়, যশোর শহরের নিউমার্কেট এলাকার রজনীগন্ধা তেল পাম্পের পাশে গাড়িটি চুরি হয়ে গেছে। সে দাবি করে, যাত্রী ডাকতে গেলে পেছনে ফিরে দেখে ইজিবাইকটি আর নেই। ঘটনার খবর পেয়ে মালিক আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছান এবং চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক কোনো উত্তর না দিয়ে উল্টো হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আবু সাঈদ আরও জানান, পরিবার এবং স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে গাড়ি উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি থানায় অভিযোগ করেন। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবগত রয়েছেন স্থানীয় বাসিন্দা মো: আলমগীর হোসেন এবং মো: গোলাম রাব্বি সহ অনেকে। এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফতেপুর ইউনিয়ন চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওহিদুজ্জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে অভিযোগের কপি হাতে পেলে চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন