আজ(৯জুলাই) বরগুনার আমতলী সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. জামাল হোসেন, এম.ফিল (পিএইচডি), বিসিএস (সাধারণ শিক্ষা)-এর সাথে সম্প্রতি তাঁর বাল্যবন্ধুদের এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রজীবনের সেই পুরোনো বন্ধনকে স্মরণ করে, কয়েকজন পুরনো সহপাঠী অধ্যক্ষ ড. মো. জামাল হোসেনের সঙ্গে এক আবেগঘন ও আনন্দমুখর সময় কাটান। একজন সহপাঠী অধ্যক্ষ ড. মো. জামাল হোসেনকে উদ্দেশ্য করে বলেন- শিক্ষা, সমাজ ও জাতি গঠনে তাঁর অবদানের প্রতি আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। অধ্যাপক জামাল হোসেন শুধুমাত্র একজন প্রশাসক বা শিক্ষকই নন, তিনি আমাদের মধ্যে একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর অর্জন এবং বিনয়ের সংমিশ্রণ আমাদের বন্ধুদের জন্য গর্বের বিষয়। এই সাক্ষাৎ আরও একবার প্রমাণ করলো—সময় পেরিয়ে গেলেও সত্যিকারের বন্ধুত্ব কখনও মুছে যায় না।