কলারোয়া কেড়াগাছী ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে সাদ্দাম হোসেন (১২) পিতা – জাহান আলী, গ্রাম – বাকসা শাহী পাড়া নামের এক কিশোরকে বাজারে ধরে আগুনের ছ্যাকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার সাদ্দাম হোসেন জানায় আমি কামারবাসা বেকারি থেকে কাজ করে বৃহস্পতিবার রাতে ভ্যানে করে বাড়ি যাওয়ার জন্য বালিয়াডাঙ্গা আসলে শামিমের মিষ্টির দোকানের সামনে থেকে হুমায়ুন ও তার ভাই দেলোয়ার এবং শামিম ধরে নিয়ে ইসহাকের মিষ্টির দোকানের পিছনে নিয়ে আগুনের ছ্যাকা দেয় এবং মারধর করে, আর বলে বেড়া ভেঙে ভেতরে ঢুকেছিস কেন। স্থানীয় সূত্রে জানাযায় শামীম তৎকালীন আওয়ামী শাসনামলের সময়ে ছাত্রলীগের সক্রিয় নেতা এবং দেলোয়ার ওয়ার্ড যুবদলের সভাপতি। এবিষয়ে কলারোয়া থানায় নির্যাতনের শিকার সাদ্দামের মা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।