রংপুরের কাউনিয়ায় কাভার্ড ভ্যানে ৫৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন কালে চালক শামীম মিয়া (২৯) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মীরবাগ বাসস্টান্ডে মেনাজ ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর র্যাবের তল্লাশী চেকপোষ্টে তাকে গ্রেফতার করা হয়। কাভার্ড ভ্যান চালক শামীম মিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া সাধু গ্রামের মুনছুর আলীর ছেলে।
জানা গেছে, নায়েব সুবেদার (বিজিবি) হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ র্যাব-১৩ টহল দল বৃহস্পতিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাসস্টান্ডে মেনাজ ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর চেকপোষ্ট স্থাপন করেন।
ওইদিন দুপর ২.৩০ ঘটিকায় চেকপোষ্টে সাদা হলুদ রংয়ের একটি কাভার্ড ভ্যান আসতে দেখে থামানোর সংকেত দিলে কাভার্ট ভ্যানটি চেকপোষ্টের সামনে রেখে চালক শামীম মিয়া দৌড়ে পালানোর চেষ্টা করেন।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশী চালিয়ে ৫৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন র্যাব সদস্যরা। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান ও সিম কার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে শামীম মিয়াকে থানাপুলিশে হস্তান্তর করে র্যাব।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ্ জানান, র্যাব বাদী হয়ে ধৃত শামীম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(গ)/৩৮ রুজু করা হয়েছে। পরদিন শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।