1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় ১টি এসএমজি, ১৪লাখ টাকাসহ ৪জনকে আটক করেছে যৌথ বাহিনী আদালতের রায় থাকার পরও জমি দখল পাচ্ছেন না প্রকৃত মালিক — হেঙ্গলকান্দীতে অবৈধ দখলের অভিযোগে প্রশাসনের নীরবতা রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী কৃষ্ণ কে ১ বছরের কারাদণ্ড কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি সেনাবাহিনীর হাতে আটক নবাগত ইউএনও আফরিন জাহানকে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার শুভেচ্ছা ও অভিনন্দন পীরগঞ্জে হোসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকী পালিত ভুরুঙ্গামারী উপজেলায় যুবদলের লিফলেট বিতরণ জুলাই চত্বর এখন থেকে হবে আমাদের চেতনার জায়গা ও শক্তির জায়গা- বিভাগীয় কমিশনার ইসলামিক রিলিফ বাংলাদেশ স্টার্ট নেটওয়ার্কের সহায়তায় বন্যা আগাম প্রস্তুতি প্রকল্প বাস্তবায়ন

যশোরে বিপুল হত্যা: সাবেক স্ত্রীর স্বামীর হাতে নির্মম খুন, প্রধান আসামি বাপ্পি

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ 
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোরে বিপুল হত্যা: সাবেক স্ত্রীর স্বামীর হাতে নির্মম খুন, প্রধান আসামি বাপ্পি  ও সহযোগী রাজীব র‌্যাবের হাতে আটক

যশোর শহরের ষষ্ঠীতলায় আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার প্রধান আসামি রিয়াজ হোসেন বাপ্পি (২৮) ও তার সহযোগী রাজীব হোসেন (১৯) কে আটক করেছে র‍্যাব। রোববার (১৩ জুলাই) বিকেলে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টায় শহরের চারখাম্বা মোড় এলাকায় অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় রাজীব হোসেনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র‌্যাব জানায়, বাপ্পি মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন এবং পরবর্তীতে বিয়ে করেন বাপ্পির পূর্বপরিচিত আশরাফুল ইসলাম বিপুলকে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বাপ্পি এবং পরিকল্পিতভাবে বিপুলকে হত্যার ছক কষে।
গত শনিবার রাতে শেখহাটি এলাকায় সুযোগ বুঝে বাপ্পি, রাজীবসহ আরও কয়েকজন মিলে বিপুলকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। র‌্যাব জানায়, বাপ্পির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় নিহত বিপুলের মা মোমেনা খাতুন কোতোয়ালি থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন: ষষ্ঠীতলা এলাকার মোস্তর ছেলে রুবেল, বালিয়াডাঙ্গা গ্রামের ওলিয়ারের ছেলে রব, ডালমিল কলাবাগান এলাকার ইমন এবং অজ্ঞাতনামা ৪-৫ জন।
র‌্যাব জানায়, মামলার এজাহারভুক্ত তিন আসামি এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ না করলেও, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে র‌্যাব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com