বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল (১৩ জুলাই) রবিবার রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে রায়গঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙ্গুরি ব্যবসায়ী লাল চাঁন সোহাগ নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতারা বলেন, মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে হত্যা করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের জীবন আজ হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতির অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নেতারা এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। সোহাগ হত্যার সুষ্ঠু বিচার ও প্রকৃত হত্যা কারিকে খুঁজে বের করে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। বিক্ষোভ মিছিলটি দলিয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।