মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনার শাখা নদীতে নৌ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে গজারিয়া থানা পুলিশ। রবিবার বিকেলে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ। উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, বিট অফিসার উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান ও ইউপি সদস্য মো. মিজান আলী প্রমুখ।ওসি আনোয়ার আলম আজাদ জানান, “অভিযানে কাউকে আটক করা না গেলেও চাঁদাবাজদের চিহ্নিত করা হয়েছে। তাদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজদের কোনো ছাড় নেই — সে যেই হোক না কেন।”তিনি আরও বলেন এই এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধেও অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।