গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি দক্ষিণ পাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি নজরুল ইসলাম (৫১)। এতে তার পরিবার হতাশার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। শ্রীপুর থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি দায়ের করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। দ্রুত তাকে সুস্থভাবে ফিরে পেতে আকুতি জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১ জুন (রবিবার) দুপুর আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি নজরুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি নং ৫৭৮। নজরুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। তার কোনো শত্রুতা ছিল না বলেও দাবি করেন তারা। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বারিক জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তাকে সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মোবাইল- ০১৬১৮৬১০৫৮৬ ,০১৬২৬৭৫৩৪৮২