আজ ১৪-০৭-২০২৫ ভোর ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বরিশাল জেলার এক যুবক মোহাম্মদ সৌরভ। তবে তিনি ফিরেছেন ভিন্ন এক বাস্তবতায় ভে’ঙে যাওয়া মন, হা’রি’য়ে যাওয়া স্মৃতি আর একাকিত্বে জ’র্জ’রিত এক নিঃস’ঙ্গতা নিয়ে।
ধারণা করা হচ্ছে, সৌদি আরবে তিনি জে’ল’খানায় আ’ট’ক ছিলেন এবং সেখানেই তার মা’ন’সিক ভার’সা’ম্য হারিয়ে ফেলেছেন। দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তার লক্ষ্যহীন ঘোরাফেরা প্রথমে নজরে আসে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের। পরে তারা সৌরভকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং তাঁর পরিবারের সন্ধান ও নিরাপদ আশ্রয়ের বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সহায়তা চান।
মা’ন’সিকভাবে বি’পর্যস্ত সৌরভ তাঁর সব ডকুমেন্ট হারিয়ে ফেলেছেন।
তাঁর কাছে আছে কেবল সৌদিয়া বোর্ডিং পাসে লেখা একটি নাম মোহাম্মদ সৌরভ।
তিনি শুধু “বরিশাল জেলা” বলতে পারছেন, তার বাইরের আর কোনো তথ্য দিতে পারছেন না।
ব্র্যাকের সহায়তায় তাঁকে আপাতত আশ্রয় দেওয়া হয়েছে আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে। সেখানে তিনি বিশ্রামে আছেন, কিন্তু সবচেয়ে জরুরি হলো তাঁকে তাঁর পরিবার, আপনজনের কাছে ফেরানো।
ব্রাক কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে যদি কেউ চিনে থাকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো
01712-197854
আমরা আশাবাদী, এই বিপন্ন প্রবাসী ভাইটি আবার ফিরে পাবেন তাঁর আপন ঠিকানা, ফিরে পাবেন পরিবারের উষ্ণতা।