কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ০৫.৪৭,০০০০,০০৬,০৮.০০২.২২-৫৯৯ নং স্মারক মূলে জারি করা মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার-এঁর স্বাক্ষরিত এক অফিস আদেশ মোতাবেক ১৩ জুলাই অবমুক্ত করা হয় মর্মে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ, সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) মোতাবেক সার্টিফিকেট অফিসার-এর ক্ষমতা প্রদান করা হয়েছে।
তথ্য মতে, দীপ জন মিত্র ৩৫ তম বিসিএস-এ চূড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২২ সালের জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায় অক্টোবর ২০২৪ হতে ৮ জুলাই ২০২৫ ইং পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, দীপ জন মিত্র, পিতা-নির্মল কান্তি মিত্র, মাতা-স্বপ্না মিত্র, বি-৭, ৪০২, মানসী লেকভিউ, শাইনপুকুর, ১-বক্সনগর, মিরপুর-১, ঢাকা-১২১৬ ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন।