নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে বাউল গীতিকবি রফিকুল হাসান ভান্ডারী সাহেবের ‘পড়শি বাড়ি’ নামে বাউলগীতি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় গীতিকার রফিকুল হাসান ভান্ডারি সাহেবের ৬৯ তম জন্মবার্ষিকী পালন ও তার গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি লুৎফুর রহমান ভূঁইয়া। চর্চা সাহিত্য আড্ডার সমন্নয়ক ও ছড়াকার, সাংবাদিক রহমান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কাটেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। এসময় আরও আলোচনা করেন,লেখক,গবেষক ও সাংবাদিক রাখাল বিশ্বাস,সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: এখলাছ উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কাজল, কবি দ্বিপান্বিতা খান,কলেজ শিক্ষক ফারুক আহমেদ,শিল্পী আবুল বাশার তালুকদার,বাউল মুকুল সরকার,সাংবাদিক ও কবি কাউসার তালুকদার,তরিকত নেতা বকুল তালুকদার, সাংবাদিক ও কেন্দুয়া উদীচীর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার,কবি খান কাশেম,কন্ঠশিল্পী অলিউল্লাহ,আনিসুর রহমান সাগর,আশরাফুল হক নান্টু,কবি মনিরুজ্জামান রাফি,আব্দুল ওয়াদুদ,আনিসুল হক প্রমুখ। পরে কেক কেটে গীতিকবি রফিকুল হাসান ভান্ডারির জন্মদিন পালন ও তার লেখা সদ্য প্রকাশিত বাউলগীতি ‘পড়শি বাড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।