সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি সম্পত্তি দখলের অভিযোগে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় একটি শাখা। অভিযোগ উঠেছে, উপজেলার ভট্টকাওয়াক মৌজার কামিল মাদ্রাসার সামনের তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি ভবন দখল করে সেখানে দলীয় কার্যালয় স্থাপন করেছে জামায়াত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তুলা উন্নয়ন বোর্ডের ওই সরকারি ভবনের মূল ফটকে এখন লাগানো রয়েছে “বাংলাদেশ জামায়াতে ইসলামী – ৫নং ওয়ার্ড কার্যালয়” নামের একটি সাইনবোর্ড। স্থানীয়রা জানিয়েছেন, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ভারতে পালিয়ে যাওয়ার” গুজব ছড়ানোর পরপরই জামায়াতের উল্লাপাড়া উপজেলা শাখার একাধিক নেতা এই ভবনে প্রবেশ করে কার্যালয় স্থাপন করে কার্যক্রম শুরু করেন।
স্থানীয় জনগণের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, সরকারি সম্পত্তি দখল করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা শুধু বেআইনি নয়, বরং জননিরাপত্তার জন্যও হুমকি স্বরূপ। কেউ কেউ আশঙ্কা করছেন, ভবিষ্যতে এখানে উগ্র রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, বিষয়টি আমার জানা নেই, যদি কেউ ভবন দখল করে থাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াতের পক্ষ থেকে কেউ কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেননি।
উল্লেখ্য, তুলা উন্নয়ন বোর্ডের এই ভবনটি একসময় স্থানীয় কৃষকদের জন্য প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হতো। অথচ বর্তমানে এটি রাজনৈতিক দখলের শিকার হয়ে মূল উদ্দেশ্য হারাতে বসেছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এবং ভবনটি পুনরায় সরকারের দখলে এনে যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।