সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব আফরিন জাহান। তিনি ১৩ জুলাই ২০২৫ ইং, সোমবার বেলকুচি উপজেলার ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সাধারণ শাখা, পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন।
নবনিযুক্ত ইউএনও জনাব আফরিন জাহানকে বরণ করে নিতে এবং শুভেচ্ছা জানাতে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার পক্ষ থেকে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় তার আগমনকে স্বাগত জানিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “জনাব আফরিন জাহান একজন দক্ষ, মেধাবী ও সৎ প্রশাসনিক কর্মকর্তা। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।”
শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ কেরামত আলী তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক আজিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সেলিম রেজা এবং প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য মোঃ আঃ মান্নান শেখ, মোঃ মিন্টু মিয়া, তামজিদ রিয়াল, মোঃ সুমন প্রামানিক, মোঃ জুবায়ের হোসাইনসহ বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।
শেষে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার পক্ষ থেকে নবাগত ইউএনও জনাব আফরিন জাহানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তার আগামীর কর্মজীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।