বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত করে কুলিয়ারচযর উপজেলা ও পৌর শাখার ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দল।
উক্ত বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে
কুলিয়ারচর উপজেলা ও পৌর শাখার জাসাস, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, পল্লী চিকিৎসক দল, তাছাড়াও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠন অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলিয়ারচ উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত সাহেব, আরো বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান সাহেব, আরো বক্তব্য রাখেন কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহআলম সাহেব।
বক্তব্যর বিষয় ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বিষয়ে আলোচনা।
আলোচনা শেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অঙ্গসংগঠন মিলে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে ও তা সম্পুর্ন করে।
এই বিক্ষোভ মিছিল কুলিয়ারচর উপজেলার বিএনপির কার্যালয় থেকে শুরু করে প্রথমে কুলিয়ারচর চৌরাস্তার মোড় হয়ে, কুলিয়ারচর থানার মোর হয়ে বিএনপির কার্যালয় এর সামনে শেষ হয়।