চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিন দিন আগে জীবননগর পৌরসভার নতুন তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার (১৪ জুলাই) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে জীবননগর থানা পুলিশ শিহাবকে আটক করে।
আটক শিহাব জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নতুন তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘গত তিন দিন আগে আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে, শিহাব সহ আরও দুজন তাকে মোটরসাইকেলে তুলে নেয়। প্রথমে একটি দোকান থেকে খাবার কিনে দেয়, এরপর বিজিবি ক্যাম্পের পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে আমার মেয়ের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। পরে মেয়েকে হুমকি দিয়ে বলে, ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলবে। এ জন্য মেয়ে কিছু জানায়নি। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সে সব কথা বলে।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির কাছে বিচার চাইলে তারা উল্টো আমাদের দোষারোপ করতে থাকে। পরে মেয়েকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, এটি একটি পুলিশ কেস, আগে থানায় জানাতে হবে। এরপর থানায় গেলে পুলিশ অভিযোগ গ্রহণ করে এবং ওই রাতেই শিহাবকে আটক করে।
এ বিষয়ে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস দৈনিক দেশ বুলেটিনকে বলেন, ‘নতুন তেতুলিয়া গ্রামে ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শিহাবকে আটক করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।