১৪ জুলাই সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন যে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। এছাড়া সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
সভায় সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জনসংখ্যা বিষয়ে বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।