ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ভোলা) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গঠিত একটি চৌকস দল ভোলা সদর থানার মামলা নং-২১, তারিখ- ১০/০৭/২০২৫ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১) ধারার এজাহারনামীয় মূল আসামীকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এজাহার অনুযায়ী গত ০৯/০৭/২০২৫ খ্রিঃ তারিখ অনুমান রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভিকটিমের বসত ঘরের মধ্যে সিঁধ কেটে প্রবেশ করে গ্রেফতারকৃত আসামি ১। মো: কামাল হোসেন ওরফে কামাল মাঝি (৩৫) অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় ভিকটিমের হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইলে ছবি ধারণ করে।
মামলাটির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় ধারাবাহিক অভিযান পরিচালিত হয়। অভিযানের ধারাবাহিকতায় এজাহারনামীয় মূল আসামী মো: কামাল হোসেন ওরফে কামাল মাঝি (৩৫), পিতা-তোফাজ্জল মাঝি, সাং-কন্দ্রকপুর, ওয়ার্ড নং ৪, রাজাপুর ইউপি, থানা- ভোলা সদর, জেলা- ভোলা কে অদ্য ১৪/০৭/২০২৫ ইং তারিখ সকাল ০৫.৩০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ চর আনন্দ এলাকা হতে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।