সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ২০২৫ সালের বার্থিক উন্নয়ন পর্যালোচনা সভায় সেলবরষ ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সেরার মান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই সমাদন্য প্রদান করা হয়। ১৪-০৭-২৫ ইং বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১. ৩০ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালী শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: মিজানুর রহমান, উক্ত সভায় সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট এবং মিডওয়াইফ গণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান কে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান জনাব গোলাম ফরিদ খোকা সাহেবকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব জনি রায় এই সম্মাননা প্রদান করেন।
জনাব মোঃ মাহমদুল হাসান,ইউএফপিএ এর সঞ্চালনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রিফাত তারেক সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সেলবরথ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: তাজমুল হুদা জুয়েল ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান গোলাম ফরিদ থোকা এই সম্মাননার জন্য ইউনিয়নের সকল জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন সেলবরষ ইউনিয়নের প্রতিটি নাগরিকের। আমি শুধু নেতৃত্বের দায়িত্ব পালন করেছি, কিন্তু এই উন্নয়নের আসল চালিকাশক্তি হচ্ছে আমাদের জনগণ। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।