১৬/০৭/২০২৫ইং বুধবার টাংগাইল প্রেসক্লাবে আয়োজিত উক্ত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলার সাবেক সহ সভাপতি ও গণঅধিকার পরিষদ, দেলদুয়ার উপজেলার আহ্বায়ক আনিসুল হক খানের সভাপতিত্বে বাংলাদেশ আইনজীবি অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এডভোকেট সুজন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান রাসেল, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, গণঅধিকার পরিষদ(জিওপি)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, টাংগাইল জেলার সভাপতি কামরুজ্জামান রানা, সিনিয়র সহ সভাপতি, সুজন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ দেওয়ান, শ্রমিক অধিকার পরিষদ, টাংগাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক ছানভীর হাসান রাসেল, ছাত্র অধিকার পরিষদ, টাংগাইল জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, গণঅধিকার পরিষদ, নাগরপুর উপজেলার আহ্বায়ক মো: আলামীন, গণঅধিকার পরিষদ, সখিপুর উপজেলার সহ সভাপতি আনিসুল হক, যুব অধিকার পরিষদ, দেলদুয়ার উপজেলার আহ্বায়ক জুলহাস মিয়া, যুব অধিকার পরিষদ, ধনবাড়ি উপজেলার হেলালসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা অন্তবর্তীকালিন সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধ ও রাষ্ট্র সংস্কারের জোরালো দাবি জানায়।
পাশাপাশি নেতৃবৃন্দ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান ও হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে আটক করার জোর দাবি জানায়।
আলোচনা সভা শেষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে নেতাকর্মীরা প্রেসক্লাব থেকে টাংগাইল শহরে গণপদযাত্রা করে।