গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত এক সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হামলা ও সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩জন।এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৯জন, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
বুধবার (১৬জুলাই)বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তও্বাবধায়ক ডাঃজীবিতেষ বিশ্বাস সাংবাদিকদের জানান,তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতাল আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। এছাড়া আরও ৯জনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচার চলছে।
নিহতদের মধ্যে দুইজন পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন -গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫)এবং কোটালীপাড়ার রমজান কাজী(১৮)এবং। অপর একজনের নাম-পরিচয় এমন ও নিশ্চিত করা সম্ভব হয়নি।হাসপাতালের এক কর্মী জানান,ও-ই ব্যক্তির লাশ স্বজনেরা নিয়ে গেছেন।
এনসিপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।