গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির ১,২,৩নং ওয়ার্ডের কর্মী সভা সফল করতে ১নং ওয়ার্ডের উদ্যোগে ১৬/০৭/২৫ইং রোজ বুধবার বর্ধিত সভার আয়োজন করা হয়। শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য ও ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন বেপারী ও সাবেক শ্রীপুর পৌর বিএনপির উপদেষ্টা এস এম জাবেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য জনাব সাইফুল হোক মোল্লা, জনাব বিল্লাল হোসেন, জনাব খোকন প্রধান,জনাব আফাজ উদ্দিন মোল্লা, জনাব মুনসুর আহমেদ,জনাব দুলাল চৌহান, আইয়ুব আলী, শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জনাব মো: সেলিম আহমেদ,সহকারী পাবলিক প্রসিকিউটর এহসানুল হোক বনি। সঞ্চালনায় ছিলেন আহবায়ক সদস্য ও ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ফারুক খান,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য জোয়েল, শ্রীপুর পৌর যুবদল নেতা রনি খান, মামুনুর রশীদ,ফাত্তাহ ইসলাম মিশুক, জুয়েল রানা,সোহেল খান, মিরাজ, কাইয়ুম প্রধান সাদ্দাম প্রমুখ,বাপ্পি খান।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন ১,২,৩নং ওয়ার্ডের কর্মী সভা সফল করতে একযোগে ঐক্যবদ্ব্য হয়ে বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র পদদলিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেকে প্রতিষ্ঠিত করার শপথ নিতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে তৈরি করার আহবান জানান।