পূর্ব শত্রুতার জেরে গাজীপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বানোয়াট মনগড়া ভিত্তিহীন তথ্য দিয়ে মামলা ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপি স্থানীয় নেতা কর্মীরা জানান, বিএনপি নেতা ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই বিএনপি’র এই নেতার নামে মামলাটি এজাহারভূক্ত করেন।
তারা আরো জানান, বিএনপি নেতা ইসলাম উদ্দিনের পক্ষে লোকজন প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। চার দিনেও এই মামলাটি পুলিশ রেকর্ড না করায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা কর্মীরা।