মোংলা পৌর শহরের ৬নং ওয়ার্ডের ছত্তার লেন এলাকার মারুফ বিল্লাহ নামের এক ব্যক্তির বাড়ির পুকুর থেকে বস্তা বন্দি অজ্ঞাত শিশুর মৃত্যুদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।
রবিবার ( ২০ জুলাই ) সকালে বাড়ির মালিকের ছেলে এস এম সাজু সরকার বাড়ির পুকুর ঘাটে বস্তা বন্দি কিছু একটা দেখতে পায়। তখন তার সন্দেহ হলে বস্তাটি খুলে সদ্য জন্ম নেয়া একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মৃত্যুদেহটি উদ্ধার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে নবজাতকের অজ্ঞাত লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি ধারণ করেন কোন নারীর অবৈধ গর্ভধারণের কারণে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকে পানিতে ফেলে দিতে পারে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।