1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত রাজশাহীর দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামের সাকির, পিতা: ফকির নামে এক গাছি রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন খেজুরগাছ কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ টাঙ্গাইলে মির্জাপুর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসকনের কার্যক্রম বন্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম হত্যা ও ইসকনের নিষিদ্ধের দাবিতে মধুপুর আলোর ছাত্রী সমাবেশ করেন তিনি ছাত্র জনতা টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোরে অসংক্রামক রোগ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লাখাইয়ে প্রাইমারি বিদ্যালয়ের প্রশ্ন তৈরিতে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে : চরমোনাই পীর

কুমিল্লার তিতাসে একতা বাসের ধাক্কায় প্রাথমিক শিক্ষার্থী নিহত

ফয়সাল মিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের পাশে একতা সার্ভিস বাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নিহত।
আজ বৃহস্পতিবার  (৮ফেব্রুয়ারি)  আনুমানিক সকাল ১১.০০ টা ৩০ মিনিটে তানজিনা আক্তার নামে একটি শিশু শিক্ষার্থী  বাতাকান্দি বাজারের টেগুরিয়া জামে মসজিদ এর ঠিক পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল।হঠাৎ বেপরোয়া গতিতে আসা  (কুমিল্লা -জ- ১১-০২৪১) একতা সার্ভিস নামক বাসটি শিশুটিকে ধাক্কা দেয় এবং শিশুটিকে চাকায় পেচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পরে প্রত্যক্ষদর্শীরা বাসটিকে ধাওয়া করে এবং বাসটিকে আটক করতে সক্ষম হয়।এ সময় ড্রাইভার এবং হেলপার বাসটিকে ফেলে পালিয়ে যায় এবং বিক্ষুব্ধ জনতা বাসটিকে জব্দ করে পুলিশকে খবর দেয়।সেই সাথে  শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

খোজ নিয়ে জানা যায়, শিশুটি একই উপজেলার বাতাকান্দি গ্রামের বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।।শিশুটির বয়স ৬ বছর।শিশুটির বাবা সিএনজি চালক এবং মা বাসা বাড়িতে কাজ করে।এই সময় এলাকাবাসী রাস্তা আটকে রেখে শিশুটি হত্যার বিচার দাবি করে এবং স্লোগান দিতে থাকে।এই ঘটনায় এলাকাবাসী একতা সার্ভিস এর বেশ কয়েকটি বাসকে আটকে রাখে এবং তাদের বিচার নিশ্চিতের দাবি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে।পরে মালিক পক্ষ এবং প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসময় মালিক পক্ষের অনুরোধে এবং প্রশাসনের আশ্বাসে ঘাতক বাসটিকে রেখে বাকি বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় তিতাস  থানার এস,আই ইমরুল বলেন, আমরা ঘটনার আলামত সংগ্রহ করছি, এবং গাড়িটিকে জব্দ করেছি। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটি রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল।হঠাৎ বাসটি রাস্তা থেকে নেমে ফুটপাতে শিশুটিকে ধাক্কা দেয় এবং বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তারা বাসটিকে ধাওয়া করলে ড্রাইভার এবং হেলপার বাসটি ফেলে রেখে পালিয়ে যায়।এ সময় এলাকাবাসী দাবি করেন একতা সার্ভিস বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং তাদের বেপরোয়া গতির কারনে  লোকজন প্রায়ই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়।তারা  দাবি করেন এরকম সরু রাস্তায় এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধ করা হউক।সেই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করা হোক।
এ বিষয়ে তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস  বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করি।সেই সাথে বাসটিকে জব্দ করে মামলার আলামত সংগ্রহ করছি।এই বিষয়ে তদন্তের মাধ্যমে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com