1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌন হয়রানী প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত নেছারাবাদে অটোরিকশা কেড়ে নিল বৃদ্ধার জীবন মৌলভীবাজারে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের জেলা শাখা’র অভিষেক ও পরিচিতি সভা নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ কয়রায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ লালপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে এক নারী নিহত কয়রায় জমি নিয়ে সংঘর্ষ: ইউপি সদস্যসহ আহত ৫

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

মো. মাহিন খান
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
 ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চলমান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদ থেকে পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, “পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশের একটি নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয় এবং পরীক্ষাটি সেখানেই নেওয়া হয়।”
ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।
জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ব্যবহৃত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটি নির্মিত হয় ১৯৯৩-৯৪ অর্থবছরে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদে ফাটল, দুর্বল পিলার এবং নিচের অংশের প্লাস্টার খসে পড়া এখন নিয়মিত ঘটনা।
মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, “বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং পাঠদান বন্ধের সুপারিশ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা আরও বড় কিছু হতে পারত।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com