কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে পালিত হলো মৌন মিছিল,এ মিছিলে বিভিন্ন উপজেলার নেতা কর্মীরা যোগ দেন।গত বছরে জুলাইয়ে নিহত বীর সৈনিকদের স্মৃতি
স্বরণে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশ নেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সংগ্রামী নেতা, জননেতা মোঃ সোহেল ইসলাম কায়কোবাদ সহ জেলা বিএনপির সংগ্রামী অনেক নেতা কর্মীরা। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় চারিদিক। মিছিলে অংশ নিতে আসা এক তৃনমুল কর্মী মোঃ সফিকুল ইসলাম জানান, বিগত আওয়ামী ফ্যাসিবাদীদের শাসনামলে আমারা শান্তিমত কোন মিছিল মিটিং ও সভা সেমিনার করতে পারিনি এমনকি রাস্তা ঘাটে চলাফেরা করতে ভয় হচ্ছিল,কখন যানি আমার প্রাণনাশ হয়।আজ আমরা কিছুটা স্বাধীন ,তবে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি,যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিলে একটি জাতীয় সরকারের কাছে আমরা নিরাপদ থাকবো বলে আমি মনে করি।