নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে তিনদিন ধরে নিখোঁজ থাকা মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মর্জিনা বেগম (৬০)।
জানা গেছে, গত ১৮ জুলাই বৃহস্পতিবার মানসিক প্রতিবন্ধী মর্জিনা বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
অবশেষে আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় স্থানীয়রা বাঁকা গ্রামের একটি পরিত্যক্ত ডোবায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে এলাকাবাসী ও পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে শনাক্ত করেন।
নিহত মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার। তিনি বাঁকা গ্রামের মৃত আব্দুল হাই এর বোন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীরা জানান, মর্জিনা বেগম প্রায়ই ভারসাম্যহীনভাবে গ্রামের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন।
ঘটনার বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”