1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবচেয়ে বেশি দগ্ধ ১৫ শিশু, শরীরের প্রায় শতভাগও পুড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের খবর বিধ্বস্ত বিমানটি চীনে তৈরি, দুর্ঘটনার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ মেয়েকে স্কুল থেকে নিতে এসে নিখোঁজ মা, ফেসবুকে মিলল পোড়া এনআইডি ৭ মরদেহের পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বারবার অচেতন হয়ে পড়ছিল সেই নাঈমার বোন তাসপিয়া বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মো‌দি শিখা প্রকল্পের স্কুল পর্যায় যৌন হয়রানী প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত মাদারগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত নেছারাবাদে অটোরিকশা কেড়ে নিল বৃদ্ধার জীবন

মানিকগঞ্জে এনজিওর নামে কোটি টাকার প্রতারণা: গ্রাহকের টাকা নিয়ে উধাও ৪ কর্মকর্তা

H.M Hamidur Islam
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় গ্রামীণ উন্নয়ন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এবং গ্রামের আলো সংস্থা নামে দুটি এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। সংস্থাগুলোর মাধ্যমে শত শত গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সঞ্চয় ও ঋণ প্রকল্পের নামে টাকা আদায় করা হয়। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠান দুটি তাদের কার্যক্রম গুটিয়ে ফেলেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা পালিয়ে গেছেন বলে অভিযোগ।
প্রতারণার সঙ্গে জড়িত চারজনের নাম উঠে এসেছে—জগন্নাথ চন্দ্র দাস, রজ্জব আলী, আলম হোসেন ও মোহাম্মদ আলী। অভিযোগ রয়েছে, তারা এলাকার সহজ-সরল মানুষকে উন্নয়নমূলক কাজ, লাভজনক বিনিয়োগ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করে। কিছু গ্রাহক তাদের জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠান দুটির কার্যালয় বন্ধ রয়েছে। বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকেই অভিযোগ করেছেন, অফিস বন্ধ হওয়ার আগে শেষ মুহূর্তেও তারা নতুন সঞ্চয় গ্রহণ করেছে।
একজন ভুক্তভোগী বলেন, “আমি নিজের সব জমির টাকা তুলে সঞ্চয় করি। এখন দেখি সব গেল। আমাদের তো পথে বসতে হবে।”
এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এখন পর্যন্ত আমরা এ বিষয়ে কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মানিকগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এনজিও দুটি সরকারি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার ও তাদের টাকাগুলো ফেরতের দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com