কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লালকুড়া গ্রামে পুলিশি অভিযানে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা সহ জামাই ও শাশুড়িকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ জুলাই (রবিবার) রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মর্জিনা খাতুনের নিজ বসতবাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া রৌমারী থানার চৌকস টিম জানায়, বেশ কিছুদিন ধরেই তারা ইয়াবা বিক্রির সাথে জড়িত। অভিযানের সময় তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির বিপুল নগদ অর্থ জব্দ করা হয়।
এ ঘটনায় রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি’র ওসি মোঃ বজলার রহমান জানান, “গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে তারা রৌমারী এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে নিশ্চিত তথ্য রয়েছে।”
স্থানীয় জনগণ এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।