আজ সকালে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের কাছাকাছি ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ভবনের পাশেই একটি খোলা মাঠে ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলে মুহূর্তেই আগুন ধরে যায়, এবং চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে থাকা পাইলট ও প্রশিক্ষণার্থী দুজনই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের কারণে আশপাশের কিছু সাধারণ মানুষও হতাহত হয়ে থাকতে পারেন। এখনো পর্যন্ত নিহত ও আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এলাকাটি ঘিরে রেখেছে র্যাব ও পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর থেকেই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তবে সিভিল এভিয়েশন অথরিটি বলছে, তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনের কাজ শুরু করা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।