1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

পরিবেশ দূষণ রোধে পাবনায় দুই কারখানার বিরুদ্ধে অভিযান

রহমতুল্লাহ দোলন
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
পাবনার সুজানগর ও বেড়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ জুলাই সকালে পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে একটিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অন্যটিকে মোবাইল কোর্টের মাধ্যমে মোটা অংকের জরিমানা করা হয়।
সুজানগর উপজেলার ভবানীপুরে অবস্থিত সাগর কটন মিল নামক কারখানাটি অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করেই উৎপাদন কার্যক্রম চালিয়ে পরিবেশ দূষণ করায় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুজানগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
অপরদিকে, বেড়া উপজেলার নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রা. লি. নামক কারখানার কার্যক্রমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
অভিযানকালীন সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com