চট্টগ্রামে লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ রানা, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন,চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী,সেক্রেটারি শাহজাদা মিনহাজ,ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, লোহাগাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ জহির উদ্দিন, চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন, কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, চুনতি ইউপি প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি, পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, পদুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, বড়হাতিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ওসমান এবং লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা গুলো সমাধান করতে সকলের প্রচেষ্ঠা লাগবে। সকলকে দায়িত্ব নিতে হবে। চুনতি অভয়ারণ্য পুরো বিশ্বব্যাপী সমাদৃত, আমরা চুনতি বনকে রক্ষা করতে সবাই মিলে কাজ করতে চাই। মাদক, চুরি, নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। আর্থিক লেনদেনের বিষয়ে সচিব ও প্যানেল চেয়ারম্যানরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। আপনারা শপথ করে জনপ্রতিনিধিত্ব করছেন। কিশোরগ্যাং প্রতিরোধে সচেতন হতে হবে। দুষ্কৃতকারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া যাবেনা। তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আইনকে কখনো অবমাননা করা যাবেনা। ধর্ষণকারী,বলাৎকার কারীদের কোন সমাজে স্থান দেওয়া যাবে না। যারা বালু, মাটি, পাহাড় কাটার সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গ্রাম পুলিশদের একটিভ করতে হবে। একটিভ না হলে তাদেরকে বহিস্কার করে নতুনভাবে সার্কুলার দিয়ে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। ভয় নিয়ে কোন চাকরি করা যাবেনা। লোহাগাড়া উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।