পটুয়াখালীর মহিপুরের ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট এলাকায় বেড়িবাঁধের ঢালে বন বিভাগের রোপণ করা সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)–এর কর্মকর্তাদের সাথে যোগসাজশে এই নির্মাণকাজ চলছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় এখনো কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন উপকূলীয় বেড়িবাঁধের সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। কিন্তু সম্প্রতি কয়েকটি গাছ কেটে সেখানে দোকানঘর তোলা হচ্ছে। এতে ভূমি ক্ষয়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূল রক্ষার জন্য নেওয়া সবুজ বেষ্টনী প্রকল্প। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী রাকিব হাওলাদার, রবিউল মোল্লা, আ. জলিল আকন, মহিম হাওলাদার ও আ. রশিদ হাওলাদার বেড়িবাঁধের অন্তত পাঁচ–ছয়টি গাছ কেটে দোকান ঘর তুলছেন। এসব দোকান ঘর পরে ভাড়া দেওয়া হবে বলেও তারা জানান। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ ও পাউবোকে জানানো হলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা আরও বলেন, আমরা উপকূলের মানুষ সব সময় ঝড়–বন্যার ঝুঁকি নিয়ে থাকি। সরকার যে গাছ লাগিয়ে আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছে, সেই গাছ কেটে দোকান ঘর তোলা খুবই দুঃখজনক। পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। কলাপাড়া সার্কেলের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তারিকুজ্জামান তুহিন বলেন, দোলাই মার্কেটে দোকান ঘর নির্মাণ বিষয়টি ফোনে আমাকে একজন জানিয়েছেন। সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।