1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত ময়মনসিংহ সদরে জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে বই মেলার উদ্বোধন কালকিনিতে জুলাই পূর্নজাগরনে সমাজ গঠনে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে নেছারাবাদকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো -শামীম সাঈদী কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই: নাহিদ ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তার মন্তব্য, যুবদল নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে শপথপাঠ ও আলোচনা সভা ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহতদের স্মরণে আলফাডাঙ্গায় বিএনপির দোয়া মাহফিল শিবগঞ্জ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

উৎসবমুখর পরিবেশে যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নয়টি পদে নির্বাচন হলেও আটটি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে সমান ভোট পাওয়ায় পরবর্তীতে পুনরায় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে।
গত কাল শুক্রবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিনে ভোটাররা ছুটির আমেজে ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ২২৮ জন ভোটারের মধ্যে ২২৭ জন ভোট দেন, যার মধ্যে ছয়টি ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচনে দুটি প্যানেলের ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিকেল পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইসহাক এবং অপর কমিশনার দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও অধ্যাপক এবাদুল হক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনের ফলাফল
সভাপতি : মঈনউদ্দিন টেনিয়া (মোটরসাইকেল মার্কা) – ১৩৯ ভোট
প্রতিদ্বন্দ্বী রেজওয়ানুল করিম লালু (চেয়ার মার্কা) – ৮৩ ভোট
সহ-সভাপতি : ইনসান আলী (ফ্যান মার্কা) – ১২২ ভোট, নুরুল ইসলাম (ঘড়ি মার্কা) – ১২০ ভোট
সহ-সাধারণ সম্পাদক : ইমরান হোসেন (হরিণ মার্কা) – ১২৫ ভোট, অহিদুল ইসলাম (কাপ-পিরিচ মার্কা) – ১২২ ভোট
সাংগঠনিক সম্পাদক : সবুজ তালুকদার (বই মার্কা) – ১২১ ভোট
প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কবির বাবু (মশাল মার্কা) – ১০২ ভোট
প্রচার সম্পাদক : ফিরোজ মোড়ল (মাইক মার্কা) – ১২৩ ভোট
প্রতিদ্বন্দ্বী সামিনুর ইসলাম (টেলিভিশন মার্কা) – ৯৫ ভোট
কোষাধ্যক্ষ : মনিরুল ইসলাম (তালা মার্কা) – ১২৯ ভোট
প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম (চাবি মার্কা) – ৯৩ ভোট
সাধারণ সম্পাদক : নেছার আহম্মেদ মুন্না (বাস মার্কা) ও আব্দুর রউফ ভূঁইয়া (মঈ মার্কা) উভয়েই ১১০ ভোট পেয়ে সমতা
নির্বাচনী প্রচারণা ও ভোটারদের প্রত্যাশা
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরে ব্যবসায়ীদের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে এ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে মাসব্যাপী চলে ব্যাপক প্রচারণা। পোস্টার, ব্যানার ও লিফলেট বিতরণে ছেঁয়ে যায় মার্কেট এলাকা। প্রার্থীরা ভোটের আগের রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চান।
নির্বাচনে লালু-মুন্না পরিষদ ও মঈনউদ্দিন টেনিয়া-রউফ ভূঁইয়া পরিষদ একে অপরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটার নুরুল ইসলাম পলাশ বলেন, “সব প্রার্থীই মার্কেটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই তারা সেটি বাস্তবায়ন করুক।” ভোটার মাহবুবুল আলম বলেন, “নির্বাচন আমাদের জন্য এক ধরনের উৎসব। বিজয়ীরা যেন আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটান।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com