রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়া ও নদীতে তীব্র স্রোতের কারণে শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে এ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে দুর্ঘটনার আশঙ্কায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে আসায় এবং কর্তৃপক্ষের অনুমোদনে শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে আবারও এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।