মুন্সীগঞ্জের গজারিয়ায় সিএনজি ভাড়ার দ্বন্দ্বকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুন্সীগঞ্জ জেলা চালক দলের সদস্য সবুজ সিকদার ও সুজন প্রধানের ওপর হাতুড়ি ও চাপাতি দিয়ে হামলার ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ভুক্তভোগী পরিবারের অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো অভিযান চালাচ্ছে না। এ নিয়ে ক্ষোভ জানিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানা গেটের সামনে জেলা চালক দলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে জেলা চালক দলের নেতারা গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আজাদের কাছে স্মারকলিপি দেন। এ সময় ওসি দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জসিম উদ্দিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন তালুকদার, মিঠুন হোসেন মিঠু, সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার, সহ-সভাপতি সজল খান সুজল বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফয়েজ সরকার, সহ-সভাপতি খোকন গাজী, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল বেপারী , মুন্সিগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক সবুজ মাহমুদ সরকার,সহ-সাধারণ সম্পাদক সাইফুল রহমান দুলাল, সহ-সভাপতি বাবুল সরকার, মুন্সিগঞ্জ শহর কমিটির সাধারণ সম্পাদক সেলিম ফরাজি , সহ-সভাপতি শহীদ মোল্লা, আইন বিষয়ক সম্পাদক আতাউল রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের গজারিয়া উপজেলার সাধারণ সম্পাদক জাকির খান,জাতীয়তাবাদ মৎস্যজীবী দলের মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,যুবদল নেতা রেজাউল করিম তারেক সহ বিএনপি উপজেলা কমিটি ও অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।গত ১৬ জুলাই মুন্না,পায়েল(২১),রবিন(২১),তাহহিদ(২০),সাজিদ(২১),মুরসালিন(২৩), পাবেল(২৩) সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে গজারিয়া থানায় মামলা হয়।