নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৫ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শিশুটি রাত ১ টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালে মারা যায়।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহত শিশুর স্বজনদের মাধ্যমে জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দিলে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বিভিন্ন সময়ে একের পর এক নড়াইলে বিষাক্ত সাপের কামড়ে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গেলেও ভ্যাক্সিন বা এন্টিভেনমের অভাবে হাসপাতালেই মৃত্যুবরণ করছে। এন্টিভেনমের মজুদ রাখা সহ সঠিক ব্যবস্থাপনার দাবীতে বিভিন্ন সময়ে নড়াইলবাসী সোচ্চার হয়ে আন্দোলন করলেও পরবর্তীতে এ বিষয়ে কোনো অগ্রগতি বা তৎপরতা দেখা না যাওয়ায় জনমনে ব্যাপক আক্রোশ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ যে কোনো সময়ে বিক্ষোভ বা অনাকাংক্ষিত পরিস্থিতিতে রুপ নিতে পারে বলে সাধারণ মানুষের শঙ্কা হচ্ছে।