জামালপুর সদর উপজেলার দক্ষিণের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন, দিগপাইত ধরনী কান্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক সফল প্রধান শিক্ষক (১৯৬৪-১৯৯৮) ও পরবর্তীতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, মোঃ সাদেক আলী মাস্টার এর তৃতীয় পুত্র ,অত্র বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব তারিকুজ্জামান বিপ্লব। ইতিপূর্বে তিনি অত্র বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত হন। এছাড়া তিনি অত্র বিদ্যালয় থেকে ১৯৮৮ ব্যাচে এস এস সি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে সরকারি আশেক মাহমুদ কলেজে ভর্তি হয়ে এইচএসসি পাশ করে, ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
সর্বশেষ তিনি বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক পদে দীর্ঘদিন চাকরি করে, বর্তমানে দিগপাইত উপ শহরে একজন স্বনামধন্য ওষুধ ব্যবসায়ী হিসেবে কর্মরত আছেন।