1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন বর্তমান উপদেষ্টা পরিষদ বিভিন্ন ভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন : মেজর হাফিজ কটিয়াদীতে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে শপথ গ্রহণ লক্ষ্মীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়েছে পুরো সুন্দরবন ইটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক দীঘিনালায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ঘুষ ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সংস্কার, গণহত্যার বিচার ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে হবে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে কসবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন উল্লাপাড়ায় বিএডিসি অফিসের দূর্নীতিবাজ নৈশপ্রহরীকে রক্ষায় যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে… জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূইয়া

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
সোনারগাঁযে আরবী বিশ্ববিদ্যালয় ছিল, যার নামে সারা বিশ্বে সোনারগাঁও পরিচিতি পেতো কিন্তু এখন সোনারগাঁওয়ের শিক্ষার কি অবস্থা। সোনারগাঁওয়ে ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয় জাতীয়করন করা হয়েছে,তাদের অবস্থা ও তেমন ভালো না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গুলোকে জাতীয় করন করা দরকার। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগ কাজ করছে। ইন্টেরিম সরকারের শিক্ষা উপদেষ্টা কথা দিয়েছে এ সরকারের আমলেই এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে জাতীয়করন করা হবে।
তিনি আরো বলেন- উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। কিন্তু দুঃখের বিষয় এখনো কারো কারো জমি, বাড়ি দখল হয়। কলকারখানা ফ্যাক্টরি দখল হয়। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। কৃষকের গরু ছাগল দিনে দুপুরে নিয়ে জবাই করে খেয়ে ফেলে। আমরা যদি সুন্দর সোনারগাঁও তৈরী করতে চাই তাহলে সকলে মিলে মিশে কাজ করতে হবে। মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের সরকারি বেতন ভাতা দিতে হবে। কোরআনের সমাজ তৈরী করতে হলে সবার আগে মসজিদের ইমামদের মাদ্রাসার শিক্ষকদের এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিলে মিশে কাজ করতে হবে দেশের জন্য। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক এবং নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁও ) আসনের জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া এসব কথা বরেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের স্থানীয় একটি রেষ্টুরেন্টে শনিবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও উপজেলা উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশিষ্ট উলামায়ে কেরাম মসজিদের ইমাম ও শিক্ষকদের প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়ে।
বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার বলেন- গুম খুন হত্যা রাহাজানি আগের চেয়ে আরো বেশি বেড়েছে,এর কারন কি? আল্লাহর আইন যতদিন পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত এগুলো বন্ধ হবে না। তাই সকল আলেম সমাজ মিলে একটি ব্যালট বাক্স দিতে হবে। তবেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে গুম খুন হত্যা রাহাজানি জমি দখল, সন্ত্রাসী কর্মকান্ড আর হবেনা।
জামায়াতে ইসলামী সোনারগাঁও দক্ষিনের সভাপতি মাহবুবর রহমান বলেন হাতের বদল হয়েছে, নেতার বদল হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। দখল বাণিজ্য এখনো বন্ধ হয়নি।
জামায়াতে ইসলামী সোনারগাঁও উত্তরের আমীর মাওলানা ইসহাক মিয়া বলেন ১৯৫৭ সালে ইংরেজদের নিকট মুসলমানরা যে পরাজয় বরণ করেছিল আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্দ হয়ে কাজ করতে পারি তাহলে আবারও আমমরা ইসলামি সমাজ কায়েম করতে পারবো।
সোনারগা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. আবু বকর সিদ্দিক রোমানের সঞ্চালনায় প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন সোনারগাঁওয়ে উপজেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইব্রাহিম, সোনারগাঁও দক্ষিনের সেক্রেটারী মো. আসাদুল ইসলাম মাওলানা শাহ আলম আরবি প্রভাষক গোপালদী মাদ্রাসা, রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন প্রিন্সিপাল বারদী নেছারিয়া আলিম মাদ্রাসা, মাওলানা আবু জাফর আতাউল্লাহ সাবেক প্রিন্সিপাল সাদিপুর মাদ্রাসা, নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলার তদারককারি দেওয়ান খোরশেদ আলম। তানযিমুল কোরআন মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কবির হোসাইন প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com