যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে জাদুকর (৫০) কে গ্রেফতার করেছে। শনিবার (২৭ জুলাই ২০২৫) রাত ১২টা ৪৫ মিনিটে চৌগাছা থানাধীন দেবীপুর বাজার সংলগ্ন ‘উই কেয়ার প্রোজেক্ট’-এর আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার পিপিএম ও এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ চৌকস অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নানা কৌশলে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি শ্রমিকের ছদ্মবেশে ‘উই কেয়ার প্রোজেক্ট’-এ কাজ করে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ ও সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়ে প্রতারণার এই কুখ্যাত জাদুকর।
তার বিরুদ্ধে যেসব মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলতবী ছিল: সি আর ৪১৫১/২৪, সি আর ৪০৭৬/২৪, সিআর ১৯৬৩/২৪, সি আর ১৫৩৪/২৪ ও সি আর ৩৬৮৬/২৪। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।