কিশোরগঞ্জে ইটনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪২পিস ইয়াবা,বিক্রয়ের নগদ ৩হাজার ৯শত ২৫টাকা সহ মাদক ব্যবসায়ী আটক। আটককৃতরা হলো(১)সারোয়ার আলম (২৬), (২) পশর আলী (৪০)।
ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উপজেলা। এলংজুড়ি ইউনিয়নের ছিলনী গ্রামের তাজুল ইসলামের ছেলে সারোয়ার আলম ও নুরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে পশর আলী দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয়ের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ইটনা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও ইটনা থানার এসআই মোঃসিহাব মাহমুদের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটককৃতদের ইটনা থানার মাদক আইনের মামলায় আজ সকালে কিশোরগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়। তিনি বলেন মাদকের ভয়াল ছোবল যুবসমাজ কে রক্ষা করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি) কিশোরগঞ্জ।