মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ পলাশ (৩৫) নামের এক যুবককে আটক করেছে থানা ও নৌ-পুলিশের যৌথ টিম।পুলিশ জানায়, শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ইমামপুর ইউনিয়নে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একাধিক গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।গজারিয়া থানার কর্মকর্তারা জানান, আটক পলাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোও থানায় জব্দ রাখা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অবৈধ অস্ত্র দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে।