1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম সপ্তাহেরাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান যশোরের রূপদিয়ায় জামায়াত সন্ত্রাসীদের তাণ্ডবে ১৪টি বাড়িঘর ভাঙচুর লুটপাট থানায় মামলা হরিরামপুর ঝিটকা বাজারে ২০ বছরের যানযট নিরেসন বিকল্প কাচামালের আড়ৎ মির্জাপুরে মানববন্ধনের পর আসামির বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার ৩ স্ত্রীর করা মামলায় স্বাস্থ্য কর্মকর্তা সোহেল রানাকে কারাগারে মুসলিম স্থাপত্যের এক বৈচিত্র নিদর্শন… হিলি স্থল বন্দর দিয়ে শেষ দিনে এলো ৩ হাজার ২৫৭ টন চাল সাংবাদিক ও কবি কমরেড সৌমিত্র দেব টিটু আর নেই সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকৌশলীর আত্মহত্যা মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিভাষ রঞ্জন দাস স্যার আর নেই

ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের বাইরে যেভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

নৌকা বাইচ এ দেশে হাজার বছরের ঐতিহ্য। আবার কোথাও শত বছরের ঐতিহ্য। এলাকা ভেদে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে। এসব নৌকার রয়েছে বাহারি নাম। যেমন ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় ঘাসী নৌকার প্রচলন। আবার শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর এলাকায় বাচারী নৌকার প্রচলন। এছাড়া ঢাঙ্গাইল, ভৈরব, বি- বারিয়া ও কিশোর এলাকায় গজারী খেলনা এবং সিরাজগঞ্জ, পাবনা এলাকায় পানসী ও শিপ নৌকার প্রচলন।

ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় নক আউট পদ্ধতিতে ২টি করে নৌকার মধ্যে টান হয়। অন্যান্য জেলায় কয়েকদিন ব্যাপী নৌকা বাইচ হয়।

ক্রিকেট ফুটবলের মতো এ, বি, সি,…. গ্রুপে ৩টি, ৫টি করে নৌকার ভাগ করা হয়। এরপর ৩টি করে নৌকা টান ছাড়ে। একই গ্রপের নৌকার মধ্যে ৩ বার করে টান হয়।

গত শনিবার মাদারীপুরে শিবচরে বাচারী নৌকার বাইচ হয়। বাইচে ১০টি নৌকা অংশ গ্রহণ করে। বাইচ পরিচালনা কমিটি ১ম তিনটি নৌকা A গ্রুপ, ২য় ৩টি নৌকা B গ্রুপ, পরের ৪টি নৌকা c গ্রুপে ভাগ করে। A গ্রুপের ৩টি নৌকার টান একসঙ্গে ছাড়ে এবং ৩ বার করে প্রতিটি নৌকা টান দেয়। এভাবে প্রতিটি গ্রুপ থেকে ১ টি করে চ্যাম্পিয়ন নৌকা বেড় করে। পরে তিন গ্রপের ৩ চ্যাম্পিয়ন নৌকার টান হয়।

গত রোববার মাদারীপুরের শিবচরে নৌকা বাইচ হয়েছে। ওই বাইচে চ্যাম্পিয়ন হয়েছে সোনার তরী নৌকা। নৌকার মালিক উজ্জ্বল তালুকদার বলেন, বাইচে ১০টি নৌকা অংশ গ্রহণ করে। ৩টি করে নৌকায় ভাগ করে এ, বি, সি গ্রুপে বিভক্ত করে। এরপর প্রতিটি গ্রুপে তিনটি করে টান দিয়ে প্রতিটি গ্রুপ থেকে ১টি করে বিজয়ী নৌকা বের করেছে। পরে তিন গ্রপের তিন নৌকার মধ্যে চ্যাম্পিয়ন টান দেয়। এতে সেনার তরী চ্যাম্পিয়ন হয়। পুরস্কার হিসেবে দেয়া হয় একটি বড় ফ্রিজ।

লেখকঃ রাশিম মোল্লা – সাধারণ সম্পাদক

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com