ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী জশনে জুলুস। লক্ষ লক্ষ নবীপ্রেমীর অংশগ্রহণে বন্দরনগরীর বিভিন্ন সড়ক জমে ওঠে দরুদ, জিকির ও হামদের সুরে।
সিরিকোট দরবারের পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহের নেতৃত্বে ষোলশহর আলমগীর খানকাহ থেকে সকাল ১০টা ১৫ মিনিটে জুলুসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এ বছর জুলুসের ৫৪তম বর্ষপূর্তি পালন করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কে তোরণ, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হয়।
তবে আনন্দঘন এই আয়োজন দুপুরে পরিণত হয় শোকে। মুরাদপুর এলাকায় প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে নিহত হন আইয়ুব আলী (৬০) ও সাইফুল ইসলাম (১৩) নামে দুজন। আহত হন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও আয়োজক সূত্র জানায়, ভিড় সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও বিপুল জনসমাগমের কারণে দুর্ঘটনা এড়ানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং হঠাৎ ধাক্কাধাক্কির কারণে কয়েকজন মাটিতে পড়ে গেলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।