মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে “চারিগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন আক্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ কামরুল হাসান সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংগাইর
জে ও এম তৌফিক আজম, অফিসার ইনচার্জ, সিংগাইর থানা
মোঃ কামরুজ্জামান খান, সভাপতি, শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়, সিংগাইর
মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুগ্মসচিব, পরিচালক (অর্থ), বিসিআইসি, শিল্প মন্ত্রণালয়
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বপন স্মৃতি ফুটবল একাডেমী, সাটুরিয়া বনাম ঢালী স্পোর্টস ক্লাব, কেরানীগঞ্জ।
রোমাঞ্চকর এই খেলায় ঢালী স্পোর্টস ক্লাব ২-১ গোলে জয়লাভ করে এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন—
মোঃ আব্দুস সামাদ, খোরশেদ আলম (সাগর), নুর মোহাম্মদ (নুরু), বজলুর রহমান (অপু), কায়েস আলম, মোঃ শাহীন এবং মোঃ আফজাল হোসেন।
এ সময় মাঠ প্রাঙ্গণ জুড়ে হাজারো দর্শকের উপস্থিতি, ব্যানার-পোস্টারের শোভা ও খেলোয়াড়দের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের টুর্নামেন্ট গ্রামীণ ক্রীড়া ও তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।