1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন সাতক্ষীরায় শিমু-রেজা এম,মি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে সাঘাটায় পিআর পদ্ধতিে নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‎পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত পরশুরাম সরকারি মডেল পাইলট হাই স্কুল; আট দশকের আলোকবর্তিকা সীমান্তের প্রাচীন বিদ্যাপীঠ রাজারহাটে জামায়েত ইসলামীর দাওয়াতী কর্মসূচি: কুড়িগ্রাম -০২ আসনে দলীয় প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১ শিক্ষার্থীদের সঞ্চয় ও আর্থিক সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে বিশেষ কর্মসূচি বিএনপি ভাংগুড়া নাম ব্যবহারকারি ভুয়া ফেসবুক আইডি দাতা ওয়ালিদ হাসান নীরব আটক চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মালম্বীর জামায়াতে যোগদান

বিএনপি ভাংগুড়া নাম ব্যবহারকারি ভুয়া ফেসবুক আইডি দাতা ওয়ালিদ হাসান নীরব আটক

বাবুল আকতার
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
পাবনার ভাঙ্গুড়ায় রাজনৈতিক দল  বিএনপি’র নাম ব্যবহার করে বিএনপি ভাংগুড়া এই নামে ফেসবুক আইডি খুলে মিথ্যা কুরুচিপূর্ণ তথ্য দিয়ে ভাঙ্গুড়া থানার বিভিন্ন যায়গার অনেক সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য লিখে সব সময় পোস্ট দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করত। তাদের হয়রানি করত, টাকা দাবি করত, প্রচার করত অশ্লীল কুরুচিপূর্ণ কথাবার্তা। সে ওই আইডিতে প্রচারের তালিকায় বেছে নিয়েছিল সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক ও  রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ী প্রতিনিধিকে। পূর্বেই প্রচার করতো কোন দিন কি প্রচার হবে? ঠিক এই ভাবে যে সে যার নামে প্রচার করতে চাইত আগের দিন লিখত যে কালকে রহিম বা করিমের আমলনামা আপনাদের সামনে প্রকাশ করা হবে কিন্তু সে একের পর এক অসত্য, বিভ্রান্তিকর  তথ্য প্রচার করেই গেছে। এর বিরুদ্ধে  স্থানীয় বিএনপি নেতাদের নিকট তাদের দলের নাম ভাঙিয়ে বিএনপি ভাঙ্গুড়া নামক কুরুচিপূর্ণ প্রচারের আইডি  এর প্রতিকার চেয়েছিল একাধিক সংবাদকর্মী।  ভাঙ্গুড়া বিএনপি ওই আইডিটি তাদের নয় বলে থানায় অভিযোগও করেছেন। অবশেষে আইডি পরিচালনাকারী তার কৃতকর্মের ফল পেয়েছে। প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন  সুশীল সমাজের ব্যক্তিবর্গ। জানা গেছে, আটকৃত  এই ছেলেটার নাম ওয়ালিদ হাসান নিরব (২৩) তিনি পৌর সদরের এসআর পাড়ার বাসিন্দা   রবিউল হাসান ওরফে  ভাদুর ছেলে।
আরো জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামসহ প্রায় অর্ধশত ফেইক আইডি তিনি চালাতেন। ২৪ সালের ৫ আগস্ট এর পর থেকে তিনি এই পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। তার এই মিথ্যা প্রচারের তালিকায় সাংবাদিক ও বিএনপি নেতা পর্যন্ত বাদ যায়নি। একসময় তার পোস্টে ভাঙ্গুড়ার দু এক জন  বিএনপি নেতা পর্যন্ত কমেন্ট করে প্রথমে সমর্থন দিয়ে জানাতেও দেখা গিয়েছে। কিন্তু গত রবিবার(১৪ তারিখে) দিবা গত রাতে তাকে আটক করে ভাঙ্গুড়া  থানা পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, আটককৃত ওয়ালিদ হাসান নীরবের পিতা- দরিদ্র ভাদু এক সময় সাইকেলে করে দোকানে দোকানে পাউরুটি বেকারি , বিস্কিট  বিক্রি করে সংসার চালাত। সাইকেল দুর্ঘটনায় নিরবের বাবা অসুস্থ হয়ে পড়লে  বাবার ওই পেশা ছেলে বেছে নেন এবং সংসারের হাল ধরেন। অথচ সেই পরিবারের সন্তান হয়েও ওয়ালিদ হোসেন নীরব এমন ঘৃণ্য কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। সম্মানিত মহলের সকলে তাকে এবং তার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত নীরবকে পাবনা জেলে পেরণ করা হবে এবং এদের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com