নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শিহাব আহমেদ ২০২৫ সালের নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শামীমা ইয়াসমিন।
বিদ্যালয়টি একসময় একজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করলেও আজ এটি শিক্ষার আলো ছড়ানোর এক আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস, আইসিটির ব্যবহার, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, স্পোকেন ইংলিশ ক্লাব,মানবতার দেয়াল,সমৃদ্ধ লাইব্রেরি,ইনোভেশন, খেলাধুলাসহ নানা কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাব আহমেদ।
নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ শহীদুল আজম বলেন, শিহাব আহমেদ শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বিদ্যালয় নিয়ে বেশ কাজ করেছেন।
তিনি এখন বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন।
খালিয়াজুরী উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আবু রায়হান বলেন, আমার উপজেলা থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন শিহাব আহমেদ। যা এই উপজেলার শিক্ষার মানোন্নয়ন এর ধারাকে আরও ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য গৌরবের বিষয়। এই শিক্ষকের জন্য সবার কাছে দোয়া চাই।
উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রান্তোষ সামান্ত বলেন”
খালিয়াজুরীতে এই প্রথম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক। তিনি আমাদের সবার গর্ব।
রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা বলেন “আমি ৩৮ বছরের ইতিহাসে কোনো শিক্ষককে দেখিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের প্রতিযোগিতায় যেতে।
তুমি আমাদের গর্বিত করেছে।”
খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু সরকার বলেন” শিহাব আমাদের গর্ব,আমাদের ইতিহাসের অংশ। ভবিষ্যতে সে আরও ভালো করবে।” এছাড়াও সহকর্মীসহ অনেক শুভাকাঙ্ক্ষী তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানায়।
২০২০ সালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন শিহাব আহমেদ এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পারিবারিকভাবেও শিক্ষা পেশার সঙ্গে তার সম্পর্ক রয়েছে—তাঁর স্ত্রী প্রথম পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।পরে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তারপর ৪১ তম বিসিএস এর মাধ্যমে ইন্সট্রাক্টর-৯ম গ্রেড (বাংলা) হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তাঁর মা একজন শিক্ষানুরাগী মহিলা। তাঁর মায়ের অনুপ্রেরণা ও স্ত্রীর সহায়তায় দেশ সেরা একজন আদর্শ শিক্ষক হয়ে গড়ে উঠাই তার অন্যতম লক্ষ্য। তিনি শিশুদের সব সময় “আমরা আলোর পথে,ভালোর সাথে চলবো” এই স্লোগানে মুখরিত করে রাখেন।তিনি বলেন আমি শিক্ষার্থীদের বলি “একজন ভালো শিক্ষার্থী হওয়ার আগে একজন ভালো মানুষ হও”। শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার পাশাপাশি বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উনি নিরন্তর কাজ করে যাচ্ছেন।
অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একদিন দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি হবে বলে তিনি প্রত্যাশা করেন।