কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার পূর্বনাম আটগাঁও। অষ্টগ্রাম পূর্বনাম আটগাঁও, জেমস রেনেলের মানচিত্রে অষ্টগ্রাম কে আটগাঁও বলে উল্লেখিত আছে, অষ্টগ্রাম, আটগাঁও।লোকায়ত নামের সংস্কৃতায়ন ঘটেছে লক্ষ্য করা যায়। এই পরিমার্জনটি আধুনিক কালের। ড.দীনেশ চন্দ্র সেনের ময়মনসিংহ লিটারেরী মানচিত্রে অষ্টগ্রাম নামটি উল্লেখিত আছে।
এই মানচিত কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ১৯২৩
সনে প্রকাশিত। কবে থেকে আটগাঁও অষ্টগ্রাম হয়ে গেছে তা সঠিকভাবে বলা মুশকিল। কিন্তু লৌকিকভাবে এখনো আটগাঁও কথাটির প্রচলন আছে। সিলেটের সাতগাঁও কিংবা তরফ রাজ্যের রাজধানী বিশগাঁও আটগাঁও এর মতোই পুরোনো ঐতিহ্যবাহী স্থান। অষ্টগ্রাম নামকরণের পেছনে ৩টি মতবাদ প্রচলিত আছে।
১ম ধারণাঃ এটি হলো ৮টি গ্রাম গ্রাম নিয়ে গঠিত বলে এই জনপদের নাম অষ্টগ্রাম
রাখা হয়। এই আটটি গ্রামের নাম হলো: ১। অষ্টগ্রাম, ২। আসিয়া, ৩।দুবাই ভাটেরা, ৪। নরসিংহ
পূর্ববাদ, ৫। খাসাল, ৬। বীরগাঁও, ৭।বত্রিশগাঁএ ৮। বারে চর। বর্তমানে এগুলো মৌজা হিসাবে পরিচিত।
২য় ধারণা :
খ্রিস্টীয় দ্বাদশ শতকে বঙ্গাধিপতি বল্লাল সেনের
কৌলীন্য প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করে বল্লাল সেনের অধিসামন্ত অনন্ত দত্ত অষ্টগ্রামের কাস্তুল নামক
স্থানে বসতি স্থাপন করেন। অনন্ত দত্তের সঙ্গে তাঁর গুরু কণ্ঠদ্বিজ এবং অনুচরবর্গ কিশোরগঞ্জের অষ্টগ্রামে আসেন। ওনারা,এখানকার আটটি গ্রামে বসতি স্থাপন করেন বলে অষ্টগ্রাম নামের উৎপত্তি হয়।
৩য় ধারণা :
হজরত শাহ জালাল (র.হ.)-এর সঙ্গীয় আটজন আউলিয়া অষ্টগ্রামে এসেছিলেন। তাই অষ্টগ্রামকে আট আউলিয়ার গাঁও বা আটগাঁও বলা হয়।