বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংগঠন। এই অঙ্গ সংগঠনটি বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পাশে থেকে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করেছে।রংপুর জেলার আওতাধীন সকল উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উক্ত অঙ্গ সংগঠনটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে।এরই ধারাবাহিকতায় গংগাচড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গত ২৩/০৯/২০২৫ ইং তারিখে নোহালী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি অনুমোদন প্রদান করেছেন।অনুমোদিত ইউনিয়ন আহবায়ক কমিটিতে মোঃ মুশফিকুর রহমান সোহেলকে আহবায়ক ও মোঃ আলী জাফরকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত করেছে।অনুমোদিত ইউনিয়ন আহবায়ক কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করার জন্য গংগাচড়া উপজেলা আহবায়ক কমিটি নির্দেশনা প্রদান করেছেন।এ বিষয়ে নোহালী ইউনিয়নের মনোনিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ আলী জাফর এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,আমরা যথা সময়ে সকল ওয়ার্ড কমিটি গঠন করবো এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত এমপি প্রার্থীকে জেতানোর লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করবো বলেও তিনি তার সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেন।