1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছেলে মেয়েরা স্কুলে ঠিকমত আসা যাওয়া করে কিনা, সকাল সন্ধ্যা বই পড়তে বসে কিনা খোঁজ রাখতে হবে: ডক্টর রফিকুল ইসলাম হিলালী চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ একদিনের ব্যবধানে ফের দূরপাল্লার বাস বন্ধ : দুর্ভোগে যাত্রীরা ফেনী দেবীপুর সালিশী বৈঠকে বহিরাগতদের হামলা ভাংচুর নন্দীগ্রামে সিলিংফ্যানে স্ত্রীর ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পি আর বাস্তবায়নের দাবিতে ফুলগাজীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দুর্গাপূজা উপলক্ষে মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ৪০০ পরিবারে উপহার প্রদান অটো রিক্সার আধিপত্যে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিক্সার ঐতিহ্য গজারিয়ায় বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান মাগুরাতে রবিউল ইসলাম নয়নের দুটি পথসভা ও সমাবেশ

একদলীয় শাসন রুখতে পিআর প্রক্রিয়া বাধ্যতামূলক: জামায়াত

মোঃআবুসাঈদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
জুলাই সনদ বাস্তবায়ন ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি-আর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা শাখা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

‎বিকেল সাড়ে ৩টায় উপজেলা কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বলদিটারী মোড় হয়ে পাচতলা মার্কেটের বিপরীতে সমাবেশে পরিণত হয়।
‎জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, পি-আর ছাড়া জনগণের কাছে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা দেশের অস্থিতিশীল পরিবেশে কোনো নির্বাচন মেনে নেব না। যারা পিআর প্রক্রিয়ার বিরোধিতা করছে, তারা দেশের সম্পদ লুটে খাওয়ার জন্য বিদেশি শক্তির দালালি করছে।
‎তিনি আরও বলেন,
‎আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। খুনি হাসিনার বিচার ছাড়া নির্বাচন চাওয়ার অর্থই হয় না। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসর জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা উচিত।
‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিঞা, প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, ‎পি-আর ছাড়া এদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। পিআর প্রক্রিয়া মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাবে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ নিশ্চিত করবে। যারা একদলীয় শাসন করতে চায়, তারা পিআর নির্বাচনের বিরোধিতা করছে।
‎একই দিন বিকেল সাড়ে ৫টায় ইসলামি আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে কামিল মাদ্রাসার সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতারা জানান, পি-আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com